Sunday , April 20 2025
Breaking News

সারা দেশে গত ১ বছরে ২৪১০২ অগ্নিকাণ্ড

শেষ বার্তা ডেস্ক :

গত ১ বছরে সারা দেশে প্রায় ২৪ হাজার ১০২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯৮ জনের মৃত্যু হয়েছে। এতে ১৩ জন অগ্নিনির্বাপক কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া সাধারণ মানুষ ছিল ৮৫ জন। এ ঘটনায় আহত হয়েছেন ৪০৭ জন। তাদের মধ্যে সাধারণ জনগণ ৩৭৭ জন ও অগ্নিনির্বাপক কর্মী ৩০ জন।

গতকাল ফায়ার সার্ভিসের প্রকাশিত ‘অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা সংক্রান্ত কার্যক্রমের বার্ষিক পরিসংখ্যান ডাটা-২০২২’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এসব অগ্নিকাণ্ডের প্রধান ৩টি কারণ হলো বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ড, বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরো থেকে অগ্নিকাণ্ড এবং চুলা (ইলেকট্রিক, গ্যাস ও মাটির) থেকে অগ্নিকাণ্ড। ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে মারা যাওয়া মানুষের সংখ্যা প্রকৃতপক্ষে আরও বেশি হবে। কারণ আহতদের মধ্যেও পরবর্তীতে অনেকে মারা যান।

এছাড়াও

ধর্ম-বর্ণ,দল-মত নির্বিশেষে সবার ডিএনসিসির ঈদ আনন্দ উৎসব: ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিনিধি:  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ডিএনসিসির ঈদ আনন্দ উৎসব ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে সবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *