Sunday , March 23 2025
Breaking News

সোহেল-নীরব-মজনুসহ ১৯ জনের কারাদণ্ড

শেষবার্তা ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব ও সাবেক সেক্রেটারি মোহাম্মদ রফিকুল আলম মজনুসহ ১৯ জনের প্রত্যেকের দুই বছর করে সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

বুধবার (২০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত পাঁচ বছর আগে পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলায় এ রায় দেন।

দণ্ডিত বাকি আসামিদের মধ্যে ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসান, মশিউর রহমান বিপ্লব, মো. রেফাত উল্লাহ, আব্দুস সালাম প্রমুখ। শফিউল বারী বাবু মারা যাওয়ায় তাকে মামলা থোকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি বিকালে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা পল্টন এলাকায় অস্ত্রসজ্জিত হয়ে মিছিল বের করেন।

পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে তারা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটান বিএনপির নেতা-কর্মীরা।

এ ঘটনায় পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরশাদ হোসেন ওই দিনই মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক নজরুল ইসলাম।

এছাড়াও

ষড়যন্ত্রকারীদের রুখে দিতে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে হবে- আমিনুল হক

নিজস্ব প্রতিনিধি: রাস্ট্র কাঠামোর বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচারের দোসররা বলে অভিযোগ করছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *