Saturday , July 27 2024
Breaking News

গাড়ি কেন ব্রেক ফেল করে? করণীয় কী?

শেষবার্তা ডেস্ক : গাড়ি ব্রেক ফেল করে দুর্ঘটনার খবর প্রায়ই সংবাদপত্রের শিরোনাম হয়। অনেকের মনেই প্রশ্ন কেন গাড়ি ব্রেক ফেল করে? ব্রেক ফেল করলে করণীয়ই বা কী? বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।

গাড়ির ব্রেক ফেল কী?

ব্রেক ফেল করা মানে ব্রেক কাজ না করা। অর্থাৎ ব্রেক চাপলেও গাড়ি থামবে না। এতে করে গাড়ি নিয়ন্ত্রণ হারায়। গাড়ির ব্রেক ফেল করলে বা করার লক্ষণ দেখা দিলে ব্রেকপ্যাডস থেকে আওয়াজ আসতে শুরু করে। কখনও কখনও ব্রেক ক্যালিপারস আটকে যায়। এ রকম হলে ব্রেকের তারও ছিঁড়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে ব্রেক মাস্টার সিলিন্ডার লিক করায় প্রয়োজনীয় প্রেসার না পেয়ে ব্রেক ফেল করে। ব্রেকের তেল লিক করলে ব্রেক ফেল করতে পারে।

হঠাৎ ব্রেক ফেল। তাড়াহুড়াতে জানা বিষয়ও ভুলে যেতে পারেন অনেকে। এই পরিস্থিতিতে জটিল কিছুতে না গিয়ে সহজ কিছু টিপস মেনে চললে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে পারেন। শুধু ভালো ভাবে গাড়ি চালালে হবে না, তার সঙ্গে কিছু জরুরি টোটকা মাথায় রেখে চলা উচিত। ব্রেক ফেলে দ্রুত কী কী করবেন, আসুন জেনে নেওয়া যাক।

গাড়ির ব্রেক ফেল করলে যা করা উচিত

গাড়ি চালানোর সময় অত্যন্ত সতর্ক থাকতে বলা হয়। একটু অসতর্ক হলে ক্ষতিগ্রস্ত হতে পারে শখের চার চাকা। এ ছাড়াও দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। আঘাত পেতে পারেন পথচারীরা। সাধারণত গাড়ি মালিকদের একটা বিষয় বরাবরই মাথায় ঘরে। হঠাৎ ব্রেক ফেল হলে কী করব?

প্রথমত, ব্রেক ফেল যাতে না হয় তার জন্য কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। গাড়ির মেইনটেনেন্সে লুকিয়ে সেই টিপস। যা ঠিক রাখলে ব্রেক ফেল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে।

গাড়ির ব্রেক ফেল প্রতিরোধে করণীয় জানুন

নিয়মিত গাড়ি সার্ভিসিং করাতে হবে।
ব্রেক প্যাডস এবং ব্রেক ডিস্ক যাচাই করুন। বড় ট্রিপে যাওয়ার আগে এটা বাধ্যতামূলক।
সঠিক সময় অন্তর ব্রেক প্যাডস এবং ব্রেক ডিস্ক পালটাতে হবে।
ব্রেক কষার আগে নিকটবর্তী গাড়ি চালককে হর্ন দিয়ে অ্যালার্ট করুন।

ব্রেক ফেল হলে কী কী করা উচিত?

নিকটবর্তী গাড়ি চালকদের হর্ন দিয়ে অ্যালার্ট করুন। তারা যাতে নিরাপদ দূরত্ব বজায় রাখতে পারে।
লো গিয়ারে চালাতে হবে। যার ফলে গাড়ি গতি কমে আসবে এবং গাড়ি থামাতে সুবিধা হবে।
ব্রেক প্যাডেল কষতে থাকুন। সেটি সাড়া না দিলেও থামলে চলবে না।
ব্রেক প্যাডেল এক টানা প্রেস থাকলে প্যাডেলের উপর সামান্য চাপ তৈরি হবে। গাড়ির গতি কমে যেতে পারে।
ব্রেক প্যাডেল প্রেস করার সময় গাড়িটিকে রাস্তার ধারে বা নিরাপদ স্থানে নিয়ে যান।

এছাড়াও আরও কয়েকটি উপায় রয়েছে যা মেনে চলতে পারেন –

হ্যান্ডব্রেক থাকলে তা ধীরে ধীরে ব্যবহার করুন। এতে গাড়ির গতি কমে আসবে।
গাড়িতে যদি স্পিড ব্রেক তাহলে সেটি ধীরে ধীরে প্রেস করুন। এর ফলে গাড়ির গতি ধীরে ধীরে কমে আসবে।
পথের কোথাও ফাঁকা জায়গা থাকলে গাড়িটি সেখানে নিয়ে যান।
পথে কোথাও বালি বা মাটির রাস্তা থাকলে সেখানে চালানোর চেষ্টা করুন। এর ফলে গাড়ির গতি কমে আসবে। দ্রুত থামাতে পারবেন।
মনে রাখতে হবে গাড়ির গতি বেশি থাকলে তা চট করে থামানো যাবে না। ধীরে ধীরে গতি কমাতে হবে গাড়ির।

অভিজ্ঞ গাড়ি চলোকেরা বলে থাকেন, এই পরিস্থিতিতে ঠান্ডা মাথায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। তাড়াহুড়া করলে বিপজ্জনক হতে পারে।

এছাড়াও

কাচকি মাছ খাওয়ার কিছু অসাধারন উপকার!

শেষবার্তা ডেস্ক : বাংলাদেশ নদীমাতৃক দেশ, তাই আমাদের আমিষের অন্যতম প্রধান উৎস মাছ। এজন্যই আমাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *