শেষবার্তা ডেস্ক : রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো ঘটনা ঘটার কোনো সুযোগ নেই।
মন্ত্রী বলেন, রাশিয়া কী বলেছে,এটা আমাদের বিষয় নয়। অনেকে অনেক ধরনের কথা বলবে। আমরা এটা নিয়ে কিছু বলতে চাই না। আমরা সার্বভৌম, আমাদের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি। কে কী বলল না বলল, এটা তাদের মাথাব্যথা।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন,আমার মনে হয় না, আমাদের এখানে আরব বসন্তের মতো কোনো পরিস্থিতি তৈরির সুযোগ আছে। আমরা একটি গণতান্ত্রিক দেশ।
আরব বসন্ত হল শাসন-শোষণের বিরুদ্ধে প্রান্তিক জনগণের গণবিক্ষোভ। ২০১০ সালের শুরু থেকে আরব বিশ্বের বিভিন্ন দেশে বয়ে যাওয়া গণবিপ্লবের ঝড়কে পশ্চিমা সাংবাদিকরা আরব বসন্ত হিসেবে আখ্যায়িত করেছে।