Saturday , July 27 2024
Breaking News

৯৯৯-এ  ফোন কলে উদ্ধার বারান্দায় আটকা শিশু

মো:সোলায়মান: কুমিল্লা সদরের চক্রবাদ গলির একটি ভবনের তিনতলার বারান্দায় আটকে ছিল শিশু, ৯৯৯ নম্বরে মায়ের ফোন কলে উদ্ধার হয়।

শনিবার (২৫ নভেম্বর) বিকেলে একজন নারী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান তার দুই বছর বয়সী কন্যাশিশু বারান্দায় খেলতে খেলতে দরজা লক করে বন্ধ করে দিয়ে এখন খুলতে পারছে না।

তারা অনেক চেষ্টা করেও বারান্দার দরজা খুলতে পারেননি। শিশুটি দরজা খুলতে না পেরে ভয়ে কন্নাকাটি করছে। এ অবস্থায় কলার উদ্ধার সহায়তার অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কন্সটেবল সোহরাব আরাফাত। কনষ্টেবল আরাফাত তাৎক্ষণিকভাবে কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায়।

পরবর্তীতে ৯৯৯ ফায়ার ডেসপাচার ফায়ার ফাইটার আল আমিন উদ্ধার সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

সংবাদ পেয়ে কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে ‘হাইড্রলিক স্প্রেডারের’ সাহায্যে দরজা খুলে শিশুটিকে উদ্ধার করে।

এছাড়াও

শিক্ষার্থীর নেতৃত্বে যৌনদাসের ব্যবসা, আয় শতকোটি

শেষবার্তা ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণীদের টার্গেট করে আকর্ষণীয় বেতন চাকরি, ট্যালেন্ট হান্টিং ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *