Sunday , October 6 2024

রাজধানীতে হরতালের সমর্থনে রিজভীর নেতৃত্বে মিছিল পিকেটিং

শেষবার্তা ডেস্ক :

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে ও নির্বাচন কমিশন ঘোষিত ‘একতরফা তফসিল’ প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে হরতালের সমর্থনে সকালে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২০ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজার থেকে সোনারগাঁও হোটেলের মোড় পর্যন্ত সকাল সাড়ে ৬টায় হরতালের সমর্থনে  মিছিল করা হয়। এরপর সাড়ে সাতটার দিকে দয়াগঞ্জ মোড়ে পিকেটিং করেন তারা।

এসময় রুহুল কবির রিজভী বলেন, আমাদের আন্দোলন সফলতার চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। সরকারের বিরদ্ধে চারদিক থেকে অন্ধকার ধেয়ে আসছে। অবৈধ সরকারের মসনদ আর ধরে রাখতে পারবে না।

নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে কোনও নির্বাচন জনগণ হতে দেবে না বলে উল্লেখ করে রিজভী বলেন, অচিরেই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে

এছাড়াও

কোটা আন্দোলনে বিএনপি-জামাত কর্মসূচি ঠিক করে দিচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

শেষবার্তা ডেস্ক : কোটা আন্দোলনে বিএনপি জামাত প্রবেশ করে কর্মসূচি ঠিক করে দিচ্ছে বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *