Saturday , July 27 2024
Breaking News

পান্ডা মার্টের স্টোর হাউজের খেজুরে ঘুরছিলো তেলাপোকা, দিতে হলো জরিমানা

শেষ বার্তা ডেস্ক : নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে গুলশানে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযান পরিচালনা করা হয় গুলশান-২ নম্বরের পান্ডা মার্টের স্টোর হাউজ, ডেলিভারি আউটলেটে। অভিযান পরিচালনার সময় দেখতে পান পান্ডা মার্টের স্টোর হাউজে রাখা খেজুরে ঘুরছে তেলাপোকা।

পাশাপাশি এই স্টোর হাউজে ডেলিভারির জন্য রাখা
বেশ কিছু চকলেট, মাছ, চিকেন, ডিমের মেয়াদ ছিল না। এছাড়া কিছু বিদেশি পণ্য পাওয়া গেছে যেসব পণ্যে আমদানিকারকের সুনির্দিষ্ট তথ্য পায়নি অভিযান পরিচালনাকারী দল। এসব অনিয়মের কারনে পান্ডা মার্টের স্টোর হাউজ, ডেলিভারি আউটলেটে অভিযান পরিচালনা করে ৪ লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে অভিযানে তাদের খাদ্যপণ্যে অসংগতি পেয়ে এ জরিমানা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত ছিদ্দিকা।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত ছিদ্দিকা সাংবাদিকদের বলেন, পান্ডা মার্টে এসে আমরা কিছু অনিয়ম পেয়েছি। কিছু মেয়াদ না থাকা পণ্য পেয়েছি। এগুলোর মধ্যে ডিম, মাছ, চিকেন, চকলেট ছিল। কিছু বিদেশি পণ্য পেয়েছি যেসব পণ্যে আমদানিকারকের নির্দিষ্ট তথ্য আমরা পাইনি। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশ পেয়েছি সব মিলিয়ে নিরাপদ খাদ্য আইন ২০০৩ অনুযায়ী তাদের ৪ লাখ টাকা জরিমানা করেছি।

তিনি বলেন, অভিযান পরিচালনা করার সময় আমরা এখানকারর স্টোরে রাখা খেজুরে তেলাপোঁকা পেয়েছি। খাদ্য পণ্যে ইঁদুর ঘোরার নমুনা আমরা পেয়েছি। এসব কারণে তাদের সতর্ক করেছি আমরা পাশাপাশি অভিযান পরিচালনা করে যেসব মেয়দ ছিল না, অস্বাস্থ্যকর পরিবেশ পেয়েছি সেসব পণ্য আমরা জব্দ করেছি। আমাদের মনিটরিং টিম ফের এখানে অভিযানে আসবে, তখন যদি দেখা তারা সচেতন হোননি, একই অপরাধ দেখা যায় তাহলে আমরা আরও কঠোর শাস্তির আওতায় আনা হবে।

এছাড়াও

ডাকাতির লুট আলামত উদ্ধারসহ ৪ ডাকাত গ্রেপ্তার

ঢাকা প্রতিনিধি: রাজধানীর যাত্রাবাড়ী থানার দায়ের হওয়া ডাকাতি মামলায় লুট আলামত উদ্ধারসহ চার ডাকাত সদস্যকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *