Saturday , July 27 2024
Breaking News

চট্টগ্রামে বিপুল পরিমান অবৈধ তেল সহ ১ টি ওয়েল ট্যাংকার জব্দ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

কোস্ট গার্ডের অভিযানে কর্ণফুলী নদী হতে বিপুল পরিমান অবৈধ তেল সহ ১ টি ওয়েল ট্যাংকার জব্দ করা হয়।

সোমবার (২৯ মে ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, একটি চক্র অবৈধ জলযানের মাধ্যমে চট্টগ্রাম বর্হিনোঙ্গর এ অবস্থানরত বিভিন্ন বাণিজ্যিক জাহাজ হতে বিভিন্ন সময়ে অবৈধভাবে তেল চুরি করে আসছে। এ চক্রকে আটকের নিমিত্তে নিয়মিত আভিযান এর পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রাম বর্হিনোঙ্গর এলাকা হতে ১ টি ওয়েল ট্যাংকার অবৈধ চোরাই তেলসহ কর্ণফুলী চ্যানেলে প্রবেশ করবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে সোমবার কোস্ট গার্ডের জাহাজ পোর্টে গ্র্যান্ডে কর্তৃক সন্দেহজনক একটি ওয়েল ট্যাংকারকে থামার নির্দেশ দিলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ট্যাংকারটি দ্রুত কর্ণফুলী নদীর চ্যানেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিসিজিএস পোর্টে গ্র্যান্ডে ওয়েল ট্যাংকারটি ধরতে ধাওয়া অব্যাহত রাখে এবং পরবর্তীতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম হতে একটি সেকশন মেটাল শার্ক যোগে পতেঙ্গাস্থ ১২ নং ঘাট সংলগ্ন এলাকায় এমভি ওয়াটার পাওয়ার নামক ওয়েল ট্যাংকারটি জব্দ করতে সক্ষয় হয়। এসময় ট্যাংকারে থাকা ক্রুরা ট্যাংকারটি তীরের কাছাকাছি রেখে দ্রুত লাফ দিয়ে পালিয়ে যায়। উক্ত ওয়েল ট্যাংকারটি তল্লাশি চালিয়ে ৩০ ব্যারেল তেল (৭ ব্যারেল ডিজেল, ২৩ ব্যারেল কালো তেল) জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ওয়েল ট্যাংকার ও অবৈধ তেল এর পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস এর নিকট হস্তান্তর করা হয়। অবৈধভাবে তেল চুরি চক্রের বিরুদ্ধে কোস্ট গার্ড সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। কোস্ট গার্ডের এই ধরনের অভিযান অব্যহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এছাড়াও

আইএমইআই পরিবর্তনের পর কম টাকায় মোবাইল বিক্রি করতেন তারা

শেষবার্তা ডেস্ক : রাজধানীর গুলিস্তান এলাকা থেকে মোবাইল ফোন ছিনতাই, আইএমইআই পরিবর্তন ও চোরাই মোবাইল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *