নিজস্ব প্রতিনিধি : ১৯৯০ সালে পাবনা জেলায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন যাবত পলাতক আসামি মো. মনি (৫৩)’কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
সোমবার (১৭ এপ্রিল) গভীর রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, আসামির বিরুদ্ধে পাবনা জেলার সদর থানয় ১৯৯০ সালের একটি হত্যা মামলা করা হয়। মামলার পর থেকেই আসামি দেশের বিভিন্ন এলাকায় নিজেকে আত্মগোপনে রেখে পলাতক জীবনযাপন করে আসছে। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। আসামি মনির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানান লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন।