নিজস্ব প্রতিনিধি : দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি ডাকাত সর্দার বাপ্পি’ (২৯) কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার (১৬ এপ্রিল) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় অভিযান চালায় র্যাব-১০ এর একটা দল। অভিযানে দীর্ঘদিনের পলাতক ডাকাতির প্রস্তুতি মামলার গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামি ডাকাত সর্দার মো. বাপ্পীকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ফরিদ উদ্দিন জানান, আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য বেশ কিছুদিন যাবত দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল। আসামি বাপ্পীকে থানায় হস্তান্তর করা হয়েছে।