শেষ বার্তা ডেস্ক :
রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি নুর ইসলামকে (২৪) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, সোমবার বিকেলে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আসামির বিরুদ্ধে নেত্রকোনা জেলার নেত্রকোনা মডেল থানায় ১৯ মার্চ তারিখের একটি ধর্ষণ মামলা রয়েছে।
এই মামলাটি হওয়ার পর থেকে সে আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে। আসামি নুরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানান তিনি।