খেলার বার্তা ডেস্ক :
প্রজন্ম স্বাধীনতা কাপ -২০২৩ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এই টুর্নামেন্টে বিশেষ সহযোগিতা করেছে সহযাত্রী ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
শুক্রবার (১৭ মার্চ) রাত ৯ টায় রাজধানীর পল্লবীর সাংবাদিক আবাসিক এলাকার মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দুই সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টে ১০টি দল অংশগ্রহন করে। রাত্রিকালীন এই টুর্নামেন্টে ১০টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলে। থান্ডারবোল্ড এফসি ও ম্যাজিকাল থান্ডারসের মধ্যকার ফাইনাল খেলা নির্ধারিত সময় ১-১ গোলে খেলা শেষ হয়।
অতিরিক্ত সময় কোন গোল না হলে খেলা গড়ায় টাইব্রেকারে। ফাইনাল খেলায় থান্ডার বোল্ড এফসি ২-০ গোলে টাইব্রেকারে জয়লাভ করে। পাঁচ গোল করে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন থান্ডারবোল্ড এফসির সুমন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রজন্ম সাংবাদিক আ/এ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক জিশান আহমেদ কুশলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্সুরেন্স এর ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক আবাসিক এলাকা গৃহ কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক, সাংবাদিক আবাসিক এলাকা গৃহ কল্যাণ সমিতি লিমিটেডের যুগ্ন সম্পাদক শাহাদাত হোসেন, প্রজন্ম সাংবাদিক আ/এ কল্যাণ সংঘ সভাপতি শওকত হোসেন খান (সৈকত), প্রচার সম্পাদক তানভীর আলম এছাড়াও আরো উপস্থিত ছিলেন সহযাত্রী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্যবৃন্দপ্রমুখ।