Sunday , October 6 2024

বিএনপির পদযাত্রা স্থগিত

ডেস্ক সংবাদ :

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পূর্বঘোষিত বৃহস্পতিবারের (৯ ফেব্রুয়ারি) পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হওয়ায় গভীর শোক, সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করে ঢাকায় বিএনপির বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) পদযাত্রা কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। পদযাত্রার পরিবর্তিত তারিখ পরে জানানো হবে।

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে বিএনপি ঘোষিত এই পদযাত্রা কর্মসূচি বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠ থেকে শুরু হয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয় হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হওয়ার কথা ছিল।

এছাড়াও

আ.লীগ চুরি সামারি করে ব্যাংকগুলো ফোকলা করে ফেলেছে: মান্না

শেষবার্তা ডেস্ক : জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের আয়োজনে,দেশনেত্রী বেগম খালেদা জিয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *