বিনোদন বার্তা ডেস্ক :
সাবিলা নূরকে ব্যাচেলর পয়েন্টে খুব কমেডিয়াস এবং আউট স্পোকেন হিসেবে দেখা গেলেও ব্যক্তিগত জীবনে তিনি খুব লাজুক এবং রিজার্ভড বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
সাবিলা নূর বলেন, পর্দায় আমাকে খুব বাবলি হিসেবে দেখা গেলেও বাস্তব জীবনে আমি খুব শাই। ব্যাচেলর পয়েন্ট নাটক সম্পর্কে আরও জিজ্ঞেস করলে তিনি বলেন, আসলে ব্যাচেলর পয়েন্ট সিরিজটাকে আমি আমার ফ্যামেলির মতো দেখি।
আরও বলেন, আমরা ২০১৭ সাল থেকে এক সাথে কাজ করছি। সব অভিনেতাদের সাথে আমি বন্ধুর মতো ছিলাম। ওই বন্ধুত্বটাকে উপভোগ করতেই আসলে আমি শ্যুটিংয়ে যেতাম। আগে হয়তো একই ধরনের কাজ বেশি করা হতো, এখন চেষ্টা করছি সব ধরনের কাজ করার।