আর্ন্তজাতিক বার্তা ডেস্ক :
একাধিক বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ। গত রবিবার ওই প্রদেশে একের পর এক বিস্ফোরণ ঘটে। এর জেরে মৃত্যু হয়েছে ৫ পাকিস্তানি সেনা জওয়ানের। জখম হয়েছেন আরও বেশ কয়েক জন বাসিন্দা।
পাক সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার থেকে জঙ্গি দমন অভিযান চালানো হচ্ছিল। কোহলু জেলার কাহান এলাকায় সেনার টহল চলছিল। তার খুব কাছে বিস্ফোরণ ঘটে।
অন্য দিকে, কোয়েটা শহরেও হামলা হয়েছে। শহরের উপনগরী এলাকায় অজ্ঞাতপরিচয় কয়েক জন ব্যক্তি পুলিশ চৌকি লক্ষ্য করে গ্রেনেড ছোড়েন। এই ঘটনায় তিন পুলিশকর্মী-সহ ৮ জন জখম হয়েছেন। এই হামলার আগে কোয়েটায় গ্রেনেড বিস্ফোরণ ঘটে। সেই হামলায় আরও ৪ জন জখম হয়েছেন।
গত শুক্রবার ইসলামাবাদে বিস্ফোরণ ঘটে। সেই হামলায় এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছিল। জখম হন আরও কয়েক জন। মাত্র ২ দিনের মধ্যেই পাকিস্তানে আবার বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ বাড়ল সে দেশের প্রশাসনের।