রংপুর প্রতিনিধি :
বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগের দিন থেকে খুলনার মতো রংপুরেও দুদিনের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মোটর মালিক সমিতি। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল হক এই সিদ্ধান্ত জানান। তিনি বলেন, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর বিভাগে পরিবহন চলাচল বন্ধ থাকবে।
সে সময়ও ১৯ অক্টোবর মহাসড়কে অবৈধ যান চলাচল ও যেখানে সেখানে বিআরটিসি বাসের কাউন্টার বন্ধে আগের দিন থেকে দুদিনের জন্য ধর্মঘট ডাকে খুলনা বিভাগীয় বাস-মিনিবাস মালিক সমিতি। এরপর বেতন বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে ২১ অক্টোবর থেকে খুলনায় ৪৮ ঘণ্টার ধর্মঘট ডাকে বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন।
বিএনপির অভিযোগ, বিভাগীয় গণসমাবেশ বানচাল করতে ইচ্ছাকৃতভাবে পরিবহন বন্ধ করে দেওয়া হয়।