শেষ বার্তা ডেস্ক :
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ্ আমান ও সদস্য সচিব আমিনুল হক ২৪টি ওয়ার্ড কমিটি অনুমোদন করেছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির অধীন এসব ওয়ার্ডে পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে মহানগর উত্তর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মো. জিয়াউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ার্ড কমিটি অনুমোদনের এ তথ্য জানানো হয়েছে।
অনুমোদন পাওয়া কমিটিগুলো হলো- ২১, ৯৭ নম্বর ওয়ার্ড (বাড্ডা থানা), ১৭, ৪৩ ও ৪৮ নম্বর ওয়ার্ড (খিলক্ষেত থানা), ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড (উত্তরখান থানা), ৪৭ ও ৪৯ নম্বর ওয়ার্ড (দক্ষিণখান থানা), ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড (তুরাগ থানা), ৯ নম্বর ওয়ার্ড (দারুসসালাম থানা), ১ নম্বর ওয়ার্ড (উত্তরা পূর্ব থানা), ১৮ নম্বর ওয়ার্ড (গুলশান থানা), ২০ নম্বর ওয়ার্ড (বনানী থানা), ২২ ও ৩৫ নম্বর ওয়ার্ড (হাতিরঝিল থানা), ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ড (শেরে-বাংলা নগর থানা), ৩ নম্বর ওয়ার্ড (পল্লবী থানা), ৯২ নম্বর ওয়ার্ড (রুপনগর থানা) এবং বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড (বিমানবন্দর থানা)।