আর্ন্তজাতিক বার্তা ডেস্ক :
ভারতের আসামের এক নবদম্পতি একটি অদ্ভুত চুক্তি সই করেছিলেন বিয়েতে।বিয়ের পর স্বামী-স্ত্রী একে অন্যকে নানা শর্তে বাঁধার চেষ্টা করে। সেখানে গুরুত্ব পায় কোনো কাজ এড়িয়ে চলা বা পালনীয় বিষয়-আশয়।অদ্ভুত এ চুক্তিতে ছিল দৈনিক জিমে ও ১৫ দিন পরপর শপিংয়ে যাওয়ার বিষয়। ছিল প্রতি মাসে একটি পিৎজা খাওয়ার বিষয়ও।
করবা চৌথ উৎসব উপলক্ষে পিৎজা হাট ইন্ডিয়া ঘোষণা দিয়েছে, তারা ওই দম্পতিকে প্রতি মাসে পিৎজা সরবরাহ করবে এক বছরের জন্য। তাদের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, আহ্লাদে আটখানা ওই নবদম্পতি পিৎজা হাটের একটি দোকানে বসে খাচ্ছেন নানা ধরনের পিৎজা, তুলেছেন অসংখ্য সেলফি। এতে বোঝাই যাচ্ছে, তাদের সংসারে চলছে সুদিন।