খেলার বার্তা ডেস্ক :
পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের । আজ রোববার উদ্বোধনী ম্যাচে এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে নামিবিয়া। ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। আর দিনের দ্বিতীয় ম্যাচে দুপুর ২টায় নেদারল্যান্ডস খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
দুই পর্ব মিলিয়ে এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট ১৬টি দল। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা পাওয়া ১২টি দলই এ বছর বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পায়। তবে ওই ১২টি দলের মধ্যে আট দল ২০২১ সালের ১৫ নভেম্বর পর্যন্ত র্যাংকিং-এ এগিয়ে থাকায় সরাসরি সুপার টুয়েলভে খেলার সুযোগ পেয়েছে।
এবারের আসরে মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৫ দশমিক ৬ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬ কোটি টাকা। গত আসরের মতো এবারও টুর্নামেন্টের প্রাইজমানি একই থাকছে। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি টাকা (১০০ টাকা ডলার হিসেবে)। রানার্স-আপ দল পাবে চ্যাম্পিয়নের চেয়ে অর্ধেক, ৮ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি টাকা।
বিশ্বকাপের প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভের ম্যাচগুলো পরিচালনা করবেন ২০ অফিসিয়াল। এদের মধ্যে ১৬ জন আম্পায়ার। আর ম্যাচ রেফারি হিসেবে আছেন চারজন। এবারের বিশ্বকাপে আসরে নেই কোনো বাংলাদেশি আম্পায়ার।