খেলার বার্তা ডেস্ক : পেলে না ম্যারাডোনা, কে সর্বকালের সেরা। পুরোনো এই বিতর্কের সঙ্গে গত দেড় দশকে নতুন করে যোগ হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির নাম। সেই বিতর্কের সমাপ্তি টানার চেষ্টা করেছে ফুটবলবিষয়ক ওয়েবসাইট ফোরফোরটু।
সর্বকালের সেরা ১০০ ফুটবলার খুঁজে বের করা আর খড়ের গাঁদায় সুঁচ খুঁজে বের করা, দুটি একটি কাজ। প্রায় অসম্ভব এই কাজটি করেছে যুক্তরাজ্য ভিত্তিক ফুটবলবিষয়ক ওয়েবসাইট ফোরফোরটু। তাদের প্রকাশিত তালিকা অনুযায়ী পেলে ও ডিয়েগো ম্যারাডোনাকে পেছনে ফেলে সর্বকালের সেরা ফুটবলার হয়েছেন লিওনেল মেসি।
তালিকার দুই নাম্বারে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ডিয়েগো ম্যারাডোনা। তিনে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আর ব্রাজিল ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলের অবস্থান চার নাম্বারে। পাঁচে রয়েছেন ফরাসি তারকা জিনেদিন জিদান। নেদারল্যান্ডসের কিংবদন্তি ইয়োহান ক্রুইফের অবস্থান ছয়ে।
সেরা দশের বাকিরা হলেন- জর্জ বেস্ট, ফ্রাংক বেকেনবাওয়ার, ফেরেঙ্ক পুসকাস ও রোনালদো নাজারিও। তালিকায় আছেন ব্রাজিলের কাকা থেকে শুরু করে কিংবদন্তি গোলরক্ষক লেভ ইয়াশিনও।
এক নজরে সর্বকালের সেরা দশ ফুটবলার-
১. লিওনেল মেসি
২. ডিয়েগো ম্যারাডোনা
৩. ক্রিশ্চিয়ানো রোনালদো
৪. পেলে
৫. জিনেদিন জিদান
৬. ইয়োহান ক্রুইফ
৭. জর্জ বেস্ট
৮. ফ্রাংক বেকেনবাওয়ার
৯. ফেরেঙ্ক পুসকাস
১০. রোনাল্ডো