Friday , July 26 2024
Breaking News
অভিনেত্রী সামিরা খান মাহি

কপিলা’র চরিত্রে সামিরা খান মাহি

বিনোদন বার্তা ডেস্ক :  কালজয়ী উপন্যাস ‘পদ্মা নদীর মাঝি’র কুবের ও কপিলা চরিত্র দুটি এখনো মানুষের হৃদয়ে গেঁথে আছে।মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই উপন্যাস অবলম্বনে একই নামে সিনেমা নির্মাণ করেন গৌতম ঘোষ। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ব্যাপক প্রশংসাও কুড়ায়।

কুবের ও কপিলা চরিত্র দুটি এবার আসছে ছোট পর্দায়। ‘এমন যদি হতো’ নামের একটি বিশেষ ধারাবাহিক নাটকে থাকছে চরিত্র দুটি। এতে কপিলার চরিত্রে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহিকে। আর কুবের চরিত্রটি করছেন মিশু সাব্বির।

নাটকটি প্রসঙ্গে মাহি বলেন, এটা একেবারেই অন্যরকম একটি গল্প। চরিত্রগুলোও ইন্টারেস্টিং। এখানে জুটি থাকলেও একসঙ্গে তাদের কোনো দৃশ্য নেই। আমি কপিলা রূপে কাজ করছি এখানে। খুব আলাদা সাজ-পোশাকে এখানে আমাকে দেখা যাবে। দর্শকদেরও ভালো লাগবে বলে বিশ্বাস।

এই অভিনেত্রী আরও জানান, ব্যাংককে কয়েকটি খণ্ড নাটকের শুটিংও করেছেন তিনি। পাশাপাশি সেখানে পরিবার নিয়ে ঘোরাঘুরিরও পরিকল্পনা রয়েছে। চলতি মাসের শেষের দিকে দেশে তার ফেরার কথা।

উল্লেখ্য, ১৯৫২ এন্টারটেইনমেন্ট প্রোডাকশনের ব্যানারে ‘এমন যদি হতো’ নাটকটি প্রযোজনা করছেন সাজু মুনতাসির। শিগগিরই এটি মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।

এছাড়াও

জনপ্রিয়তার সুবাদে অন্য এলাকার ভোটাররা এসে ভোট চাইছেন মাহির জন্য

বিনোদন ডেস্ক : রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মাহি। নির্বাচনী প্রচারণা চালাতে চষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *