স্বাস্থ্য বার্তা ডেস্ক :
একসময় না একসময় গলায় কাঁটা বিঁধেই মাছ খেলে । তবে এ কাঁটা দূর করতে বিড়ালের পা ধরতে হবে না। আবার অস্ত্রোপচারের টেবিলে ছুরি-কাঁচির নিচে গলা পেতে দেওয়ার আগে ঘরেই একটু চেষ্টা করে দেখুন, কাঁটা নামানো যায় কিনা।
পাকা কলা এক কামড়ে যতটা বেশি সম্ভব মুখে নিয়ে অল্প চিবিয়ে গিলে নিন। এতেও কাঁটা নেমে যায়। পাকা কলার মিউজিলেজের পিচ্ছিল ভাব গলায় ফুটে থাকা কাঁটাকে সহজে নামিয়ে দিতে সাহায্য করে।
এক মুঠো সাদা ভাত দলা করে গিলে নিন। পরপর কয়েকবার করুন। বেশিরভাগ ক্ষেত্রে এই পদ্ধতিতে গলার কাঁটা নেমে যায়। হাতের কাছে ভাত না থাকলে দুধে ভেজানো রুটি বা পাউরুটি দিয়েও চেষ্টা করতে পারেন।
যে কোনো কোমল পানীয়ের সঙ্গে লেবুর রস মিশিয়ে পান করুন কয়েকবার। এতে গলায় বিঁধে থাকা মাছের কাঁটা নরম হয়ে নেমে যাবে। গলার কাঁটা দূর করতে হোমিওপ্যাথি ওষুধও কাজে দেয়। তবে এসব পদ্ধতিতে কাজ না হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।