Tuesday , January 14 2025
Breaking News
জাহ্নবী কাপুর

গল্পই সিনেমার হিরো: জাহ্নবী কাপুর

বিনোদন বার্তা ডেস্ক :

নিজেকে প্রমাণ করতে মরিয়া শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর প্রথা ভেঙে নাম লেখাচ্ছেন নারীপ্রধান সিনেমায়। ক্যারিয়ারের শুরুর দিক থেকেই গুঞ্জন সাক্সেনা : দ্য কারগিল গার্ল, রুহি, গুড লাক জেরির মতো একাধিক নারীকেন্দ্রিক সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমায় বেশ প্রশংসা কুড়িয়েছে তার অভিনয়।

সম্প্রতি তার অভিনীত আরেকটি নারীকেন্দ্রিক সিনেমা মিলির টিজার প্রকাশ পেয়েছে। ক্যারিয়ারের শুরুতে এতগুলো নারীকেন্দ্রিক সিনেমায় কাজ করার জার্নিটা খুব সহজ ছিলো না এই স্টার কিড জাহ্নবী কাপুরের। কাজ করতে গিয়ে তাকে অনেকের সমালোচনার মুখেও পরতে হয়েছে। আবারও সমালোচনায় মিলির টিজার প্রকাশ পাওয়ায়।

এক সাক্ষাৎকারে জাহ্নবী বলেন, যখন কোনো সিনেমা করি তখন অনেকেই হিরো কে প্রশ্ন করেন, উত্তরে বলি, হিরো আমি। তিনি আরও বলেন, আমার মতে নায়ক অথবা নায়িকা নয়, গল্পই সিনেমার হিরো।

ধীরে ধীরে দর্শকদের মাঝেও সেই ধারণার পরিবর্তন আসছে। এদিকে মালয়ালাম সিনেমা হেলেন-এর হিন্দি রিমেক মিলি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর। এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। এ ছাড়াও জাহ্নবীর হাতে রয়েছে মিস্টার অ্যান্ড মিসেস এবং মাহি নামে দুটি সিনেমা।

এছাড়াও

জনপ্রিয়তার সুবাদে অন্য এলাকার ভোটাররা এসে ভোট চাইছেন মাহির জন্য

বিনোদন ডেস্ক : রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মাহি। নির্বাচনী প্রচারণা চালাতে চষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *