বিনোদন বার্তা ডেস্ক :
নিজেকে প্রমাণ করতে মরিয়া শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর প্রথা ভেঙে নাম লেখাচ্ছেন নারীপ্রধান সিনেমায়। ক্যারিয়ারের শুরুর দিক থেকেই গুঞ্জন সাক্সেনা : দ্য কারগিল গার্ল, রুহি, গুড লাক জেরির মতো একাধিক নারীকেন্দ্রিক সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমায় বেশ প্রশংসা কুড়িয়েছে তার অভিনয়।
সম্প্রতি তার অভিনীত আরেকটি নারীকেন্দ্রিক সিনেমা মিলির টিজার প্রকাশ পেয়েছে। ক্যারিয়ারের শুরুতে এতগুলো নারীকেন্দ্রিক সিনেমায় কাজ করার জার্নিটা খুব সহজ ছিলো না এই স্টার কিড জাহ্নবী কাপুরের। কাজ করতে গিয়ে তাকে অনেকের সমালোচনার মুখেও পরতে হয়েছে। আবারও সমালোচনায় মিলির টিজার প্রকাশ পাওয়ায়।
এক সাক্ষাৎকারে জাহ্নবী বলেন, যখন কোনো সিনেমা করি তখন অনেকেই হিরো কে প্রশ্ন করেন, উত্তরে বলি, হিরো আমি। তিনি আরও বলেন, আমার মতে নায়ক অথবা নায়িকা নয়, গল্পই সিনেমার হিরো।