শিক্ষা বার্তা ডেস্ক : রাশিয়ায় শিক্ষার্থীদের জন্য অনার্স, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রির বৃত্তির সংখ্যা বৃদ্ধি করছে। ২০২৩-২৪ সালে ১১০ জন বাংলাদেশি শিক্ষার্থী এ বৃত্তি পাবেন। বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকার রাশিয়া হাউসের পরিচালক ম্যাক্সিম দোব্রোখোতভ। আন্তর্জাতিক সাংবাদিক সংহতি দিবস উপলক্ষে ধানমন্ডির ঢাকা রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে কেন্দ্রের শিক্ষা বিভাগের প্রধান সৈয়দ বজলুল হাসান জানান, এই বৃত্তির জন্য edicationinrussia.com এ অনলাইনে আবেদন করতে হবে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকার রাশিয়া হাউসের সাংস্কৃতিক বিভাগের প্রধান প্রশান্ত কুমার বর্মণ।
উল্লেখ্য, স্বাধীনতার পর বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে মৈত্রী এবং সহযোগিতা চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী, প্রতি বছরই বাংলাদেশি শিক্ষার্থীরা অনার্স, মাস্টার্স ও পিএইচডি কোর্সে রাশিয়ায় পড়াশোনার সুযোগ পাচ্ছে। তবে প্রত্যেক শিক্ষার্থীকে প্রথমে এক বছর রুশ ভাষা শিখতে হয়।