অর্থনীতি বার্তা ডেস্ক :
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ভালো কোম্পানি শেয়ারবাজারে না আসার পেছনে দুটি কারণ ।তার দাবি, প্রথমত, কোম্পানিগুলোকে লভ্যাংশ দিতে হয়। দ্বিতীয়ত, শেয়ারের দর ভালো পাওয়া যায় না বলে তারা তালিকাভুক্ত হতে চায় না।বুধবার বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালমান এফ রহমান।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সমিতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ বা বিএপিএলসি বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন উপলক্ষে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। আরেক বিশেষ অতিথি ছিলেন বিএপিএলসির সাবেক সভাপতি আজম জে চৌধুরী।
সভাপতিত্ব করেন বিএপিএলসির বর্তমান সভাপতি নির্বাচিত এম আনিস উদ দৌলা। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএপিএলসির সহসভাপতি অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর। অনুষ্ঠানে বক্তারা বলেন, শেয়ারবাজারের গভীরতা বাড়াতে দরকার ভালো কোম্পানি তালিকাভুক্ত করা। কিন্তু নানা কারণে ভালো কোম্পানি দেশের শেয়ারবাজারে আসছে না। কারণগুলো চিহ্নিত করে ভালো কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার পদক্ষেপ নিতে হবে।
তবে ভালো কোম্পানি আসতে চাইলে আমরা তাদের সুযোগ-সুবিধা দিয়ে বাজারে নিয়ে আসব। আমরা নিশ্চিত করব তারা যেন শেয়ারের ভালো দাম পায়। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি আন্তর্জাতিক শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংঘের সদস্য। এই সংঘের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস বা আইওএসসিও। আইওএসসিওর সদস্য দেশগুলো তাদের দেশের বিনিয়োগকারীদের সচেতন করতে, বিনিয়োগ শিক্ষা বাড়াতে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করে থাকে। বিএসইসি ২০১৭ সাল থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ বাংলাদেশে পালন করে আসছে।