মো: সোলায়মান: রাজধানী কল্যাণপুরের ভাড়া বাসা থেকে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোঃ বাবুল (৪৮) নামে একজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
শনিবার (২৫ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান,গ্রেফতার বাবুল একজন কবিরাজ। স্কুলছাত্রীকে তার প্রেমিকের সাথে দেখা করিয়ে দিবে বলে বাসায় ডাকে। এরপর কয়েক দফায় ধর্ষণ করে। এতে এক পর্যায়ে অন্তসত্ত্বা হয়ে পরে সে স্কুলছাত্রী। পরে তার বাবা মামলা করলে বাবুলকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, ভুক্তভোগী স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। বাবুলের বাসার সামনেই তার বাসা। তারা সম্পর্কে মামা-ভাগ্নি। ভুক্তভোগীর মা দেশের বাইরে থাকেন। আর বাবা মুরগি ব্যবসা করেন।