Wednesday , January 15 2025
Breaking News

উত্তরায় ৮ হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর উত্তরা-পশ্চিম থানা এলাকা থেকে ৮ হাজার  পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার  করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-লালবাগ বিভাগের একটি টিম।
বুধবার দুপুর উত্তরায় এলাকা থেকে  তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. সাবের, মো. বিজয় হোসেন ও মো. সালমান খাঁন।
বৃহস্পতিবার ( ১৩ এপ্রিল ) এসব তথ্য নিশ্চিত করেন  সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মুহম্মদ মনিরুজ্জামান।
তিনি জানান,গ্রেফতারকৃতরা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগর ও আশপাশ এলাকায় ক্রয়-বিক্রয় করতো।
গ্রেফতারকৃতদের মধ্যে মো. সাবের ও মো. সালমান খাঁনের বাড়ি কক্সবাজারের টেকনাফে এবং মো. বিজয় হোসেনের বাড়ি সিরাজগঞ্জ সদর থানা এলাকায়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় মামলা রুজু হয়েছে।

এছাড়াও

বাবার সিন্দুক থেকে টাকা নিয়ে মেয়ে তুলে দিলেন স্বামীর হাতে, গ্রেপ্তার ২

মো: সোলায়মান: রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে এক কোটি ৬৬ লাখ টাকা চুরির ঘটনায় অজ্ঞাতনামা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *