Sunday , April 20 2025
Breaking News

রাজধানী গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন

শেষবার্তা ডেস্ক: রাজধানী গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন। ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তবে ট্রেনে কীভাবে অগ্নিকাণ্ড ঘটেছে সে সম্পর্কে কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

তিনি জানান, কমলাপুরের গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস নামে একটি ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট  ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার আনোয়ার ইসলাম বলেন, মোট ৪টি বগিতে আগুন লেগেছে। ৯টা ৫ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। আরও একটি ইউনিট স্পটে যাচ্ছে।

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার গণমাধ্যমকে বলেন, বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) দুপুর ১টায় বেনাপোল থেকে ছেড়ে আসে। ট্রেনটির ঢাকায় পৌঁছার কথা রাত ৮টা ৪৫ মিনিটে। এর মধ্যে গোপীবাগে পৌঁছালে আগুনের ঘটনা ঘটে

এছাড়াও

রাজধানীরতে টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিনিধি: ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *