Friday , January 17 2025
Breaking News

বাউনিয়াবাধ আইডিয়াল হাই স্কুলে মহান বিজয় দিবস পালিত

মিরপুর প্রতিনিধি: আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে স্বাধীনতার সূর্যের আলোয় ঝলমলিয়ে উঠেছিল বাঙালি জাতি। অবসান হয়েছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর সাড়ে তেইশ বছরের নির্বিচার শোষণ, বঞ্চনা আর নির্যাতনের কালো অধ্যায়। দীর্ঘ নয় মাসের যুদ্ধ শেষে এদিন জন্ম নেয় একটি নতুন দেশ- বাংলাদেশ। আজ যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় রাজধানী পল্লবীতে ‘বাউনিয়াবাধ আইডিয়াল হাই’ স্কুলে ৫৩ তম মহান বিজয় দিবস পালিত হয়।

শনিবার(১৬,ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে স্কু‌লের শিক্ষার্থ,শিক্ষক ও অ‌ভিভাবক‌দের স্বতস্ফূর্ত অংশগ্রহ‌ণে  বর্ণাঢ্য বিজয় র‌্যালির আয়োজন করা হয়েছে।

আ‌য়ো‌জিত এ অনুষ্ঠা‌নের কর্মসূচি হি‌সে‌বে প‌বিত্র কোরআন খতম, পতাকা অর্ধন‌মিতকরণ,জাতীয় সংগীত প‌রি‌বেশন, শহীদ‌দের উ‌দ্দে‌শ্যে শ্রদ্ধা জ্ঞাপন ক‌রে ১ মি‌নিট নিরবতা পালন, বিজয় দিবস সম্প‌র্কিত বক্তব‌্য প্রদান, বিজয় র‌্যালি,দোয়া মাহ‌ফিল  আয়োজন করা হ‌য়েছে।

এছাড়াও

মানববন্ধন আসতে বাধার মুখে কুবি শিক্ষকরা, শেষে দাঁড়ালো ৬ জন

দেশব্যাপী শিক্ষার্থী হত্যা, নিপীড়ন ও হয়রানির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধনে দাঁড়ানোর জন্য বিশ্ববিদ্যালয়ের দিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *