Sunday , March 23 2025
Breaking News

ঢাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৪৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এসময় গ্রেফতারদের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ৩২টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার  ( ১০ মে) সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার ( ১১ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১১৪৫৮ পিস ইয়াবা, ৭৫ কেজি ৩৭০ গ্রাম গাঁজা, ১৮৫.৭ গ্রাম হেরোইন, ৩০০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ৫ লিটার ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২ টি মামলা রুজু হয়েছে।

এছাড়াও

পল্লবী থানা যুবদলের উদ্যোগে ইফতার বিতরণ

জাকির হোসেন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *