Saturday , April 26 2025
Breaking News

দুই শিফ‌টে রো‌গী দেখার দাবি সরকারি হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি:

স‌রকা‌রি হাসপাতা‌লে বিনামূল্যে দুই শিফ‌টেই বিশেষজ্ঞ চি‌কিৎসকের মাধ্যেমে রোগী দেখার ব‌্যবস্থা করার দা‌বি জা‌নি‌য়ে‌ছে জনস্বাস্থ‌্য সংগ্রাম প‌রিষদের নেতারা।

বুধবার (২৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে জনস্বাস্থ‌্য সংগ্রাম প‌রিষদের উদ্যো‌গে সরকারি হাসপাতা‌লে প্রাইভেট রো‌গী দেখা ও প্রাইভেট ব‌্যবসা ব‌ন্ধের দা‌বি‌তে আয়ো‌জিত প্রতিবাদ সমা‌বে‌শে এ দা‌বি জানান তারা।

সমাবেশে জনস্বাস্থ‌্য সংগ্রাম প‌রিষদের আহ্বায়ক ফয়জুল হা‌কিম ব‌লেন, এম‌নি‌তেই সরকা‌রি হাসপাতা‌লে চি‌কিৎসা ব‌্যবস্থা নাজুক। গ্রা‌মে ১৫ হাজার মানু‌ষের জন‌্য একজন ও শহ‌রে দেড় হাজার মানু‌ষের জন‌্য একজন ডাক্তার র‌য়ে‌ছে। অথচ সরকার চি‌কিৎসা সেবা দরিদ্র মানু‌ষের কা‌ছে পৌছা‌নোর বদ‌লে সরকা‌রি হাসপাতা‌লেই প্রাইভেট প্র‌্যাক‌টিস চালু করার উদ্যোগ নি‌য়ে‌ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এই বা‌ণিজ‌্য ব‌ন্ধের জন‌্য সরকা‌রের প্রতি আহ্বান জানা‌চ্ছি। স্বাস্থ‌্যসেবা কোন পণ‌্য নয় এটা সরকা‌রের মাথায় রাখা উচি। তাই বিনামূ‌ল্যে সরকা‌রি হাসপাতা‌লে দুই শিফ‌টে রো‌গি দেখার ব‌্যবস্থা করার জন‌্য আমরা দ‌া‌বি জানা‌চ্ছি।

এসময় আরো বক্তব‌্য রা‌খেন জনস্বাস্থ‌্য সংগ্রাম প‌রিষদের সদস‌্য জয়‌দ্বীপ ভট্টাচার্য, ডা. হারুনু উর রশীদ প্রমুখ।

এছাড়াও

পল্লবীতে সেলিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি: রাজধানীতে আওয়ামী যুবলীগের সদস্যদের দ্বারা পল্লবী থানার যুবদল কর্মী সেলিম হত্যার বিচারের দাবিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *