Friday , January 17 2025
Breaking News

দেশে অনেক জিনিসের দাম বেড়েছে কোন কারণ ছাড়া: বানিজ্যমন্ত্রী

জিহাদ জিয়ান: রাজধানীর খামারবাড়ির ইন্দিরা রোড ক্রীড়া চক্র মাঠে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর)  সকালে সেপ্টেম্বর মাসের এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের টিসিবির পণ্য সাশ্রয় মূল্যে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে  বানিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি নায্য দামে মানুষের কাছে পণ্য সরবরাহ করতে হবে৷ এক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করবে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷

তিনি বলেন, আপনারা জানেন দেশে অনেক জিনিসের দাম বেড়েছে৷ কোন কারণ ছাড়াই আলুর দাম বেড়েছে৷ পেঁয়াজ এবং ডিমের দাম বেড়েছে৷ বিশেষ করে আমদানি নির্ভর তেল ও ডালের দাম বেড়েছে৷ এগুলো আমাদের বাইরের দেশ থেকে আমদানি করতে হয়৷ আমাদের দেশে যথেষ্ট পরিমাণে এগুলো উৎপাদন হয়না৷ প্রায় ৯০ ভাগ খাবার তেল আমাদের আমদানি করতে হয়৷ প্রায় ৯৯ ভাগ চিনি আমদানি করতে হয়৷ ডালও আমদানি করতে হয়৷ বিশ্ব বাজারে এগুলোর দাম বেড়ে যাওয়ার কারণে আমাদের দেশে দাম বেড়েছে৷

মন্ত্রী বলেন,  আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানুষের কষ্ট অনুভব করে এক কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে খাবার দেওয়ার ব্যবস্থা করেছেন৷ এতে সাধারণ মানুষের কষ্ট কিছুটা হলেও লাগব হবে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি এবং প্রতিনিয়ত করব৷ আমরা চাই প্রকৃত মানুষরা এটা পাক৷ মাননীয় প্রধানমন্ত্রীও এটাই চান৷ ৭১ সালে যুদ্ধবিধস্ত বাংলাদেশে বঙ্গবন্ধুর সময় এ কাজ আমরা শুরু করেছিল৷ আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এ কাজটি শুরু করেছেন৷

তিনি আরও বলেন, এই মাসের কার্যক্রমের মধ্যে দিয়ে আমরা এ মাসের টিসিবির এক কোটি পরিবারের মধ্যে সাশ্রয়ী মূল্য চাল, ডাল, তৈল, চিনিসহ অনান্য সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু করলাম৷ প্রতি মাসেই আমরা এ কার্যক্রম পরিচালনা করে থাকি৷ এরই ধারাবাহিকতায় আজ ২৭ নং ওয়ার্ডে এ সেবা শুরু হচ্ছে৷ যারা এই পাওয়ার যোগ্য তাদের হাতেই দিতে হবে৷ এক্ষেত্রে ধরনের কার্যক্রম প্রচারণার বিষয় রয়েছে৷ এতে সাধারণ অনেক মানুষ এ সেবা গ্রহন করতে পারবেন৷ সামনে যেহেতু ডিজিটাল কার্ড সরবাহ করা হবে সেহেতু এ বিষয় নিয়ে আর দুশ্চিন্তা থাকবেনা।

এছাড়াও

আবার বন্ধ ফেসবুক, এবার মোবাইল নেটওয়ার্কে, সঙ্গে টেলিগ্রামও

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আবার বন্ধ করা হলো। তবে এবার শুধু মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *