মো: সোলায়মান: মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান এলাকায় অভিযানে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ইকবাল হোসেন সরদারকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে র্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে র্যাব-১০ এর একটি দল সিরাজদীখান থানাধীন চালতাতলা জিরো পয়েন্ট এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে সিরাজদিখান থানার মাদক মামলায় ৫ বছরের কারাদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামি মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। আসামি ইকবালকে থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।