Sunday , April 27 2025
Breaking News

লবণ ব্যবসায় হ‌য়েও ইয়াবা বিক্রি কর‌তেন তি‌নি!

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর মিরপু‌র এলাকা থে‌কে তিন হাজার পিস ইয়াবাসহ মো. ফয়েজ আলম (৩৯) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।
শ‌নিবার রাতে মিরপুর মডেল থানার ট্যাকনিক্যাল মোড় যাত্রী ছাউনির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফয়েজ যাত্রীর ছদ্মবেশে ছাউনি কিংবা গাড়িতে থাকে, এরপর কৌশলে ইয়াবা বিক্রি করতেন ব‌লে জা‌নি‌য়েছে পু‌লিশ।
‌মিরপুর ম‌ডেল থানার ও‌সি মোহাম্মদ মোহসীন ব‌লেন, গোপন সংবাদের ভিত্তিতে ট্যাকনিক্যাল মোড় যাত্রী ছাউনির সামনে থেকে ফয়েজকে গ্রেফতার করা হয়। তখন তার দেহ তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে সাভারে তার বাসা থেকে আরও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফয়েজ মূলত লবণ ব্যবসায়ী। এলাকায় সবাই তাকে লবণ ব্যবসায়ী হিসেবেই চেনে। কিন্তু আড়ালে তিনি ইয়াবা বিক্রি করেন। কক্সবাজার থেকে এনে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করেন। তিনি কোন যাত্রী ছাউনি কিংবা কোন গণপরিবহনে থাকেন। সেখানেই মাদকসেবি দেখলে তাদের ইয়াবা বিক্রির প্রস্তাব দেন। শ‌নিবার রা‌তে গ্রেফতারের সময়ও যাত্রী ছাউনিতে ক্রেতার অপেক্ষায় ছিলেন ফয়েজ। তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।

এছাড়াও

পল্লবীতে সেলিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি: রাজধানীতে আওয়ামী যুবলীগের সদস্যদের দ্বারা পল্লবী থানার যুবদল কর্মী সেলিম হত্যার বিচারের দাবিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *