Wednesday , January 15 2025
Breaking News

রাজধানীতে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২  

নিজস্ব প্রতিনিধি :

ঢাকার গাবতলীতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে ডিএমপির দারুস সালাম থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো স্বপন ওরফে রতন বর্মন ও মো. আনোয়ার হোসেন। মঙ্গলবার ( ১২ এপ্রিল)  দারুস সালাম থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল বাশার এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে  গতকাল গাবতলী বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির এসআই মো. আবু জাফর তালুকদার ফাঁড়ি এলাকায় দায়িত্ব পালনকালে তথ্য পান, টার্মিনালের এসবি লিংক বাস কাউন্টারের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে বিকাল চারটায় সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবাসহ স্বপন ওরফে রতন বর্মনকে গ্রেফতার করেন।তিনি আরো বলেন,অপর অভিযানে থানার এসআই মো. জুয়েল আহাম্মেদ সঙ্গীয় ফোর্সসহ ডিউটির সময়ে গাবতলীর আইএফসি ব্যাংকের সামনের রাস্তায় রাত ১১:৩০টায় মো, আনোয়ার হোসেন নামের একজনকে ১৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত দুই জনের বিরুদ্ধে দারুস সালাম থানায় পৃথক মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এছাড়াও

এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের

শেষবার্তা ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী সহিংসতায় প্রাণহানির ঘটনার প্রতিবাদে রাজধানীতে বিভিন্ন কলেজের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *