নিজস্ব প্রতিনিধি : বগুড়ায় মাদক কারবারকে কেন্দ্র করে লিটন হত্যা মামলার পলাতক প্রধান আসামি মো. মোমিনসহ মোট চার আসামিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩।
শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নিহত লিটন ছোট কুমিড়া পশ্চিমপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে। পেশায় পিকআপ ভ্যানচালক ছিলেন।
র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ চার আসামিকে আটকের বিষয়টি এনিশ্চিত করেছেন।
তিনি জানান, বগুড়ায় মাদক কারবারকে কেন্দ্র করে লিটনকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে মোমিন ও তার সহযোগীরা। এরপর তারা দীর্ঘদিন ধরে পলাতক জীবন-যাপন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার তাদের আটক করা হয়।
তিনি জানান, এ বিষয়ে রোববার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর টিকাটুলিতে র্যাব-৩ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।