শেষবার্তা ডেস্ক ; সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী সর্বাত্মক অবরোধের অংশ হিসেবে রাজধানীর আগারগাঁওয়ের সড়ক অবরোধ করে রেখেছেন বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৫ টার পরে আগারগাঁও এর পরিকল্পনা মন্ত্রণালয়ের পূর্ব পাশের সড়কটি অবরোধ করে বসে পড়েন তারা। এসময় পুলিশকে সতর্ক অবস্থান নিতে দেখা যায় অবরোধ স্থলের সামনে। প্রথমে পুলিশ কিছুটা দূরে থাকলেও ধীরে ধীরে শিক্ষার্থীদের কাছাকাছি অবস্থান নেয়।
এদিকে শিক্ষার্থীদের মাঝে উত্তপ্ত পরিস্থিতি লক্ষ্য করা যায়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে তারা সম্মিলিত ভাবে কোটা বিরোধী স্লোগান দিতে।