Monday , March 10 2025
Breaking News

ওবায়দুল কাদেরের নেতৃত্বে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে আ.লীগ

শেষবার্তা ডেস্ক : কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে রাজধানীর সোনারগাঁও হোটেলে এ বৈঠক হচ্ছে।

শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টার কিছু পরে প্রবেশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার আগে দলটির নেতারা হোটেলে উপস্থিত হন।

বৈঠকে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান সাবেক অ্যাম্বাসেডর জমির উদ্দিন, দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এ আরাফাত অংশ নিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও বৈঠকে উপস্থিত হয়েছেন।

এছাড়াও

“একজন আমিনুল হক” বইয়ের মোড়ক উন্মোচন

শেষবার্তা ডেস্ক : রাজধানী শাহবাগ বাংলাদেশ জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তন হলে লেখক-পাঠক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *