নিজস্ব প্রতিনিধি: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
বদলি কর্মকর্তাগণ হলেন:
১. ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (সাইবার ইন্টেল) সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগ, অতিরিক্ত দায়িত্বে (সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ) থেকে ইমরানুল ইসলামকে, সহকারী পুলিশ কমিশনার (সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন), সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ, (অতিরিক্ত দায়িত্বে)।
২. ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-রমনা), রমনা বিভাগ, থেকে তরিকুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার (ডিবি-মিরপুর), ডিবি- মিরপুর বিভাগ।
৩. ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহকারী পুলিশ কমিশনার এস. এম. আসিফ আল হাসানকে সহকারী পুলিশ কমিশনার (প্রটেকশন), প্রটেকশন বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা।
৪. ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সহকারী পুলিশ কমিশনার, কাওসার আহমদ সাগরকে সহকারী পুলিশ কমিশনার (সাইবার ইন্টেল), সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা।
৫. সহকারী পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা নুসরাত ইয়াছমিন ভিসাকে সহকারী পুলিশ কমিশনার (নারী পুলিশ), কল্যাণ ও ফোস বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা।
৬. সহকারী পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মো. নজরুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-রমনা), রমনা বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকায় বদলি করা হয়।