শেষ বার্তা ডেস্ক: রাজধানীর শান্তিনগর এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পুলিশ (ডিবি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ ২৫ কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ।
বুধবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যা রাজধানীর শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
গ্রেপ্তাররা হলো: মো. জুম্মান মোল্লা, মো. সুমন, ইমরান, মো. সাদ্দাম হোসেন ও মো. মানিক।
সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বুধবার সন্ধ্যায় বিপুল পরিমান গাঁজাসহ পল্টন মডেল থানার শান্তিনগর এলাকায় একটি সাদা রঙয়ের প্রাইভেটকারসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে আসামিদেকে ২৫ গাঁজা ও প্রাইভেটকারসহ গ্রেপ্তার করা হয়। তাদের কাছে থাকা ২ টি মোবাইল জব্দ করা হয়।
গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আসামিরা রাজধানীর বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করতো বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।