নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে দিনব্যাপী অনশন কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (২৪ জুলাই) সকালে সংগঠনটির নেতাকর্মীরা এ অনশন শুরু করেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্তে মুক্তি ও শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবি আদায়ে মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাদেক খানের পরিচালনায় শতাধিক মুক্তিযোদ্ধাদের নিয়ে এ অনশন শুরু হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ইতোমধ্যে কর্মসূচিতে উপস্থিত আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি ভিপি জয়নুল আবেদিন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি নজরুল ইসলাম, এম এ বাহারুল, ইঞ্জিনিয়ার আবদুল হালিম, কাজী নাসির আহমেদ, আব্বাস উদ্দিন, তরিকুল জিন্নাহ, রফিকুল ইসলাম, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম।