Wednesday , July 2 2025
Breaking News

মহাখালী অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫ হাজার টাকা সহায়তা দিবে ডিএনসিসি

নিজস্ব প্রতিনিধি :

রাজধানীর মহাখালী সাত তলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম পাচঁ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন ।

সোমবার (২৭ মার্চ) আনুমানিক সকাল পৌনে সাতটার দিকে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। খবর পাওয়ার অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুনে বস্তির অনেকগুলো টিন-শেডের ঘর পুড়ে গেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর আসেনি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানায়, অগ্নিকাণ্ডের ঘটনা জানার পর মেয়র মো. আতিকুল ইসলাম সার্বক্ষণিক তদারকি করেছেন। তিনি ইতিমধ্যে দ্রুত সময়ের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রনয়ণ করে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫০০০ টাকা (পাচঁ হাজার টাকা) করে আর্থিক সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ প্রদান করেছেন। এছাড়াও অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের নির্দেশও দেন তিনি।

এছাড়াও

ধর্ম-বর্ণ,দল-মত নির্বিশেষে সবার ডিএনসিসির ঈদ আনন্দ উৎসব: ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিনিধি:  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ডিএনসিসির ঈদ আনন্দ উৎসব ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে সবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *