Monday , October 7 2024

পল্লবীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি :

রাজধানীর পল্লবীতে বিদেশি পিস্তলসহ দুই অস্ত্র বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৬ মার্চ) রাতে মিরপুর ১২ নম্বর ই-ব্লকের রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন: শাহরিয়ার মাহমুদ রনি (৪০), কাজী মো. মহিউদ্দিন ডালিম (১৮)। এ সময় তাদের কাছ থেকে ১ টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি জব্দ করা হয়।

সোমবার (২৭ মার্চ) এ ঘটনায় পল্লবী থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

জানা যায়, রোববার মিরপুর ১২ নম্বর পল্লবী মহিলা ডিগ্রী কলেজের সামনে অবস্থানকালে এসআই কাউছার মাহমুদ জানতে পারেন মিরপুর ১২ নম্বর ই ব্লক জালালের মুদি দোকানের সামনে দুজন লোক অস্ত্র ও গুলি বিক্রয়ের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছেন। এ সময় এসআই কাউছার তার টিম নিয়ে ঘটনাস্থলে হাজির হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেফতার করে।

অভিযান পরিচালনা কারী ও পল্লবী থানার এস আই কাউছার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন অস্ত্র ও গুলি বেচাকেনায় জড়িতের কথা। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

এছাড়াও

কোটা আন্দোলনে বিএনপি-জামাত কর্মসূচি ঠিক করে দিচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

শেষবার্তা ডেস্ক : কোটা আন্দোলনে বিএনপি জামাত প্রবেশ করে কর্মসূচি ঠিক করে দিচ্ছে বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *