Saturday , July 27 2024
Breaking News

বাড়তি টাকা চাইলে, সে পরদিন থেকে ওয়াসায় থাকবে না: তাকসিম

মোঃ সোলায়মান :

রাজধানীর কারওয়ান বাজারস্থ ওয়াসা ভবনে শনিবার (১৮ মার্চ) দুপুরেআয়োজিত আসন্ন রমজানে পানি সরবরাহ নিয়ে গণমাধ্যমের সঙ্গে মত বিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেছেন, কোনো গাড়ি থেকে অতিরিক্ত টাকা চাইলে বিষয়টি আমাকে জানান। পরের দিন থেকে সে আর ঢাকা ওয়াসায় থাকবে না।

তাকসিম এ খান বলেন, পানির গাড়ি বাড়তি টাকা চাইলে জানান, সে পরদিন থেকে ঢাকা ওয়াসায় থাকবে না। এক্ষেত্রে পানির গাড়িতে থাকা নাম্বারে অভিযোগ করার পরামর্শ দিয়েছে ওয়াসা।

এ সময় জানানো হয়, আদাবর এলাকায় পানির সমস্যা। এই এলাকা ঢাকা ওয়াসার ডিএমএ ৩০১। পানি সমস্যা সমাধানে এই এলাকায় দুইটা টিউবওয়েলের ব্যবস্থা করা হচ্ছে৷ টিউবওয়েল দুটি হয়ে এটা করতে পারলে পানির সমস্যা হবে না।

রাজনৈতিক কারণে অনেক কর্মচারী ওয়াসায় সুবিধা ভোগ করে, কেউ আবার অসুবিধায় ভোগে এমন প্রশ্নের জবাবে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, রাজনৈতিকভাবে কোনো কর্মচারীকে বিচার করা হয় না। ওয়াসা আইন অনুযায়ী চলে।

এছাড়াও

“অভিভাবকহীন সন্তানদের থেকে রাষ্ট্রও যেন মুখ ফিরিয়ে নিয়েছে”

সাঈদুর রহমান রিমন: বৈষম্যের মাধ্যমে সৃষ্ট বঞ্চনা, নিপীড়নের ‘কোটা বিরোধী’ যৌক্তিক ও শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *