প্রযুক্তি বার্তা ডেস্ক :
স্টাইল, অত্যাধূনিক সুযোগ সুবিধা আর স্মার্টনেস সব কিছুর সাথেই আইফোনের নাম জড়িত। এছাড়া আইফোন সবসময়ই প্রিমিয়াম ফোন হিসাবে জনপ্রিয়। কিন্তু দামের কারনে অনেকের পক্ষেই তা কেনা সম্ভবপর হয়ে ওঠে না। তবে এবার আপনি চাইলে আপনার সেই আইফোন কেনার স্বপ্ন পূরন করতে পারেন। দুটি বিশেষ দিবসকে কেন্দ্র করে আইফোনে ২২ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
অ্যাপল আইফোন ১১ তে একটি ৬.১-ইঞ্চি লিকুইড রেটিনা এইচডি ডিসপ্লে। এটি এ১৩ বায়োনিক চিপসেট দিয়ে তৈরি। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন। যার মধ্যে প্রাইমারি ক্যামেরা ১২ মেগাপিক্সেল।
সেলফি তোলার জন্য এর সামনে একটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। আইফোন ১১ দ্রুত ফেস আইডি সাপোর্ট করে। এই ফোনের বিশেষত্ব হল, এর ব্যাটারি আইফোন এক্সআর-এর চেয়ে ১ ঘন্টা বেশি চলবে।
আর এই ফোনটি পানির ২ মিটার গভীরতায় ৩০ মিনিট পর্যন্ত থাকলেও নষ্ট হবে না। অ্যাপল-এর এই ফোনে এথ্রি বায়োনিক প্রসেসর দেওয়া হয়েছে। যার সঙ্গে কোম্পানি বিশ্বের দ্রুততম সিপিইউ এবং জিপিইউ দিয়েছে। ফোনটিতে আইওএস ১৩ রয়েছে।