Saturday , November 9 2024
Breaking News
‘গোল্ডেন ফুট’ জয়ীদের তালিকা

এখনও যা জেতা হয়নি মেসির

খেলার বার্তা ডেস্ক :

বিশ্বকাপ জিতে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন পেয়েছেন লিওনেল মেসি। কিন্তু, এখনও একটি পুরষ্কার পাওয়া হয়নি এ আর্জেন্টাইনের। মেসি সে পুরষ্কারের ভাগীদার না হলেও, ক্রিশ্চিয়ানো রোনালদো, মো. সালাহ এমনকি লুকা মদ্রিচও পেয়েছেন মর্যাদাপূর্ণ এ পুরষ্কার। আর, ২০২২ সালে সবশেষ এ পুরষ্কার জেতেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি।

‘গোল্ডেন ফুট’ ট্রফি নামের এ পুরষ্কার পেতে হলে ২৮ বছর বয়সের ওপরে হতে হয় ফুটবলারদের। ফলে, গত ৭ বছর এ পুরষ্কারের জন্য তাকে অনেকটাই এড়িয়ে যাওয়া হয়েছে বলে মনে করেন তার ভক্তরা। যেখানে বুফন, ক্যাসিয়াস, কাভানিরা ছিলেন বিজয়ী! ৭ বারের ব্যালন ডি’অর জয়ী মেসি বার্সেলোনার হয়ে ১০টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। এরপর জাতীয় দলের হয়ে গেলো বছর কোপা আমেরিকা আর ২০০৮ সালে জিতেছেন অলিম্পিক স্বর্ণপদকও।

গোল্ডেন ফুট ট্রফিটি এমন এক আন্তর্জাতিক পুরষ্কার, যাকে মৌসুমের একটি মর্যাদার অংশ হিসেবেও দেখা হয়। এ পুরষ্কার যিনি জেতেন তার পায়ের ছাপই স্বর্ণ দিয়ে মুড়িয়ে তাকে পুরষ্কৃত করা হয়। একজন ফুটবলার একবারের বেশি ২য় বার এ খেতাব পেতে পারবেন না। আর এ পুরষ্কারের জন্য বিজয়ী নির্বাচিত করেন আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিকরা। ১০জন সেরা ফুটবলার থেকে তারা একজনকে চূড়ান্ত করেন ভোটাভুটির মাধ্যমে।

২০০৩ সাল থেকে শুরু হওয়া এ পুরষ্কারটি অবশ্য এখনও কোনো আর্জেন্টাইনের ছোঁয়া পায়নি। ইটালির সর্বোচ্চ ৪ ফুটবলার জিতেছেন এই গোল্ডেন ফুট পুরষ্কার। এরপরই আছে ব্রাজিল (রোনালদো, রবার্তো কার্লোস আর রোনালদিনহো)। এখন ২০২৩ সালে গোল্ডেন ফুট ট্রফি লিওনেল মেসির হাতে ওঠে কি না সেটি দেখার অপেক্ষায় এখন সবাই।

এছাড়াও

ভারতের ক্লাবের হয়ে খেলতে যাচ্ছেন সানজিদা

স্পোর্টস ডেস্ক : নেপালকে হারিয়ে ২০২২  সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *