বিনোদন বার্তা ডেস্ক :
ভারতের প্রতিনিধিত্ব করবেন ফিফা বিশ্বকাপ ২০২২-এ মডেল ও অভিনেত্রী নোরা ফাতেহি। ফিফার মিউজিক ভিডিওতে থাকবেন তিনি। নাচবেন বিশ্বকাপ আয়োজনে। নোরার জন্য গান তৈরি করেছে রেড ওয়ান। এ ছাড়া সমাপনী অনুষ্ঠানে হিন্দিতে গান গাইবেন নোরা। খবর পিংক ভিলার।
জন্মসূত্রে নোরা ফাতেহি একজন মরোক্কান। মুম্বাইয়ে তার ফিল্ম ক্যারিয়ারের সূচনা।
২০১৮ সালে সত্যমেভ জয়তে সিনেমায় দিলবার গানে তার নাচ দর্শকদের মুগ্ধ করে। পরে সাকি সাকি, কুসু কুসু, পাচতাওগে, গারমি সহ বিভিন্ন গানের মাধ্যমে তিনি আরও পরিচিত হয়ে ওঠেন।
আগামী ১৯ নভেম্বর শুরু হবে কাতার ফুটবল বিশ্বকাপ। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। ইতোমধ্যে ভেন্যু প্রস্তুতও হয়েছে।