Saturday , July 27 2024
Breaking News

আঙুল ফোটালে কি হয় , জানলে অবাক হয়ে যাবেন!

 স্বাস্থ্য বার্তা ডেস্ক : 

আঙুল ফোটানো খুব একটা ভালো অভ্যাস নয়।নীরব কোনো লাইব্রেরিতে মট করে আঙুল ফোটালে পাশেরজন বিরক্ত হতে পারেন। কেননা ক্লিনিক্যাল গবেষণা বলছে, আঙুল ফোটালে জয়েন্টে থাকা কার্টিলেজগুলো ভেঙে গিয়ে হাড়ে হাড়ে ঘষা লেগে তীব্র বাতব্যথায় ভোগার আশঙ্কা তৈরি হয়।

মানুষের জয়েন্টগুলো সাইনোভায়াল নামে এক ধরনের মেমব্রেন দিয়ে আবৃত। সাইনোভায়াল অস্থিসন্ধিকে পিচ্ছিল রাখে, ফলে সেগুলো ঘষায় ঘষায় ক্ষয় হয় না।

আঙুল ফোটানোর সময় জয়েন্টগুলো সাময়িক আলগা হয়ে যায়। এতে সাইনোভায়াল তরলের মধ্যে বাবল তৈরি হয়। আঙুল ফোটানোর সময় ওই বাবল ফাটার শব্দই শোনা যায়।

ঘন ঘন আঙুল ফোটালে সাইনোভায়াল মেমব্রেনটি ছিঁড়েও যেতে পারে। তখন জয়েন্ট ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। এতে করে হাত ফুলে যেতে পারে। তা ছাড়া শক্ত করে কিছু আঁকড়ে ধরার ক্ষমতা হারিয়ে যেতে পারে।

সূত্র : হেলথলাইন

এছাড়াও

শীতের আগেই ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্ন

শেষবার্তা ডেস্ক : শীতের হিমেল হাওয়া বইতে শুরু করেছে। যদিও এখন হেমন্ত কাল। সময়ের আগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *