Wednesday , January 8 2025
Breaking News

ছবিকে জোকার বানিয়ে মাশরাফির ক্ষুব্ধ ভক্তদের প্রতিবাদ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে চলছে ব্যাপক অস্থিরতা। ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এরই মধ্যে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। চলমান আন্দোলন একাত্মতা পোষণ করেছে নানা শ্রেণি পেশার মানুষ। বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। অনেক তারকা ক্রিকেটাররাই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরব হয়েছেন। রক্তপাত বন্ধের আহ্বানও জানিয়েছেন কেউ কেউ।

তবে চলমান এই আন্দোলন নিয়ে নীরবই আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। তার এমন নীরবতা মেনে নিতে পারেননি ভক্ত সমর্থকরা। এতদিন সোশ্যাল মিডিয়া পর্যন্ত সমালোচনা সীমিত থাকলেও এবার সেটির বিস্ফোরণ ঘটলো। চরম ট্রলের শিকার হচ্ছেন নড়াইল এক্সপ্রেস।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক কে? প্রশ্নটা উঠলে এখনও একবাক্যে বেশিরভাগ মানুষের মুখে ঘুরেফিরে আসে মাশরাফির নাম। দেশের ক্রিকেটের এই কিংবদন্তি খেলোয়াড় হিসেবে যতটা না মানুষের মনে জায়গা করে রেখেছেন, তার চেয়েও অনেক বেশি অধিনায়ক হিসেবে। দীর্ঘ ক্যারিয়ারে চোট বারবার দমিয়ে দিতে চাইলেও কাবু করতে পারেনি।

চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা নিয়ে প্রতিবারই মাঠে ফিরেছেন নড়াইল এক্সপ্রেস। এমন লড়াকু খেলোয়াড় এতদিন ছিলেন সবার হৃদয়ে। সোশ্যাল মাধ্যম থেকে অলিগলির চুনসুড়কির দেয়াল, প্রিয় খেলোয়াড়ের প্রতি ভালোবাসা নিবেদনে যেন কোনো কমতি ছিল না। ক্ষুব্ধ ভক্তরা এবার দেয়ালে আঁকা মাশরাফির ছবি পাল্টে জোকার বানিয়ে ছাড়লেন। আর সেই ছবিতে নিক্ষেপ করেছেন জুতা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, দেয়ালে আঁকা মাশরাফির ছবিটি নতুন করে এঁকে জোকারের রূপ দেওয়া হয়েছে। আগের ছবির দুই পাশের লেখা, ‘ওহ ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন’ মুছে ফেলা হয়েছে। এ ছাড়া আরও দেখা যায়, কয়েকজন একসঙ্গে মাশরাফির ছবিতে জুতা ছুঁড়ে মারছেন। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘দুঃখিত, আপনি আমাদের অধিনায়ক নন, ক্লাউন।’

এদিকে, মাশরাফির মতো সমালোচনার মুখে পড়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও। কানাডা লিগে ব্যস্ত সময় কাটানো সাকিব এক ভক্তের তোপের মুখে পড়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আপনি দেশের জন্য কী করেছেন? যা নিয়ে সামাজিক মাধ্যমে বিস্তর চর্চা হচ্ছে।

 

এছাড়াও

কোটা আন্দোলনে বিএনপি-জামাত কর্মসূচি ঠিক করে দিচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

শেষবার্তা ডেস্ক : কোটা আন্দোলনে বিএনপি জামাত প্রবেশ করে কর্মসূচি ঠিক করে দিচ্ছে বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *