খেলার বার্তা ডেস্ক :
বিশ্বকাপের শিরোপা জয়ের পর ড্রেসিংরুমে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে মজা করেন মার্টিনেজ। প্রতিপক্ষকে খোঁচা দিতে আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের জুড়ি নেই। এবার আরও একধাপ ছাড়িয়ে গেলেন বাজপাখি খ্যাত এই গোলরক্ষক। বিজয় প্যারেডে ছাদখোলা বাসে একটি পুতুল হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মার্টিনেজকে। সেই পুতুলের মুখে ছিল এমবাপ্পের ছবি।
গতকাল মঙ্গলবার ছিল কিলিয়ান এমবাপ্পের জন্মদিন। শুভেচ্ছা জানানোর পরিবর্তে ফরাসি তারকার ‘বেবি ডল’ বানিয়ে কটাক্ষ করলেন মার্টিনেজ। এর আগেও এমবাপ্পেকে নিয়ে কটাক্ষ করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক। ফাইনাল জয়ের পর ড্রেসিংরুমে ড্রেসিংরুম কাঁপিয়ে নাচে-গানে শিরোপা জয় উদযাপন করছিলেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। সে সময় হঠাৎ উদযাপন থামিয়ে দেন কাতার বিশ্বকাপের সেরা গোলকিপার।
সতীর্থদের দিকে তাকিয়ে তিনি বলে ওঠেন, এক মিনিটের নীরবতা, এমবাপ্পের জন্য, যে মরে গেছে! কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন এমবাপ্পে। ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকে হারিয়ে কাতার বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা।